Language Translation in Dhaka Bangladesh
|
translation in dhaka |
ভাষা (Language)
সেই সুদূর অতীতে কবে কখন কোথায় মানুষ প্রথম কথা বলতে শুরু করেছে তা জানা সম্ভব হয়নি ।কেমন করে মানুষের মুখে ভাষা এসেছে সেটিও এখন অপার রহস্য। প্রকৃতি থেকে মানুষ ধনী অনুকরণ করেছে, নাকি ভয় বা বিস্ময়জনিত ধ্বনি উচ্চারণ এর মাধ্যমে ভাষায় পৌঁছেছে ত নিয়ে আজও আজব জল্পনা-কল্পনার শেষ নেই। প্রত্যেক মানুষের মনে রয়েছে নানা রকম অনুভূতি। মানুষ তার সমস্ত অনুভূতি (সুখ-দুখঃ আনন্দ-বেদনা রাগ অভিমান, ভয় প্রভৃতি) প্রকাশ করতে চায়। এমনকি অন্যের মনের অনুভূতির সঙ্গে নিজে পরিচিত হওয়ার ইচ্ছা প্রকাশ করে। মূলত ভাষার মাধ্যমে মানুষ পরস্পরের মনের অনুভূতির সঙ্গে পরিচিত হয়। তাই বলা যায় মানুষ যে উপায়ে মনের ভাব প্রকাশ করে তাই হল ভাষা। অবশ্য বর্তমানে মানুষ যতটা সহজে মনের ভাব প্রকাশ করতে পারছে আদিতে এতটা সহজ সহজে সম্ভব ছিল না।
|
dhaka translation and notary public bangladesh
|
কালের পরিবর্তন ধারায় মানুষ মনের ভাব প্রকাশের উন্নততর মাধ্যম ভাষা লাভ করেছে। শুরুতে মানুষ ইশারা-ইঙ্গিত এর সাহায্যে মনের ভাব প্রকাশ করত। কিন্তু ইশারা কিংবা ইঙ্গিত এর মাধ্যমে মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করা সম্ভব ছিল না। মানব সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা চেতনা ও বিকশিত হতে থাকে। এরই ধারাবাহিকতায় মানুষ লাভ করে ভাষা। ভাষা অর্জনের পর থেকেই মানুষ মনের ভাব পূর্ণাঙ্গরূপে প্রকাশ করতে সক্ষম হয়। কারণ ভাষার সাহায্যে মনের অনুভূতিও প্রকাশ করা যায়। তাই ইশারা কিংবা ইঙ্গিত নয়. মানুষের মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম। এভাবেই বিভিন্ন দেশে এবং বিভিন্ন জাতি গোষ্ঠির মধ্যে নানা ধরনের ভাষার সৃষ্টি হয়। আর এক জাতি আরেক জাতির ভাষা বুঝতে ভাষার অনুবাদের দরকার হয়। এভাবেই অনুবাদরে (অনুবাদ / Translation) সুচনা হয।
|
italian language translation in dhaka
|
এরই ধারাবাহিকতায় মানুষ লাভ করে ভাষা। ভাষা অর্জনের পর থেকেই মানুষ মনের ভাব পূর্ণাঙ্গরূপে প্রকাশ করতে সক্ষম হয়। কারণ ভাষার সাহায্যে মনের অনুভূতিও প্রকাশ করা যায়। তাই ইশারা কিংবা ইঙ্গিত নয়. মানুষের মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম। এভাবেই বিভিন্ন দেশে এবং বিভিন্ন জাতি গোষ্ঠির মধ্যে নানা ধরনের ভাষার সৃষ্টি হয়। আর এক জাতি আরেক জাতির ভাষা বুঝতে ভাষার অনুবাদের দরকার হয়। এভাবেই অনুবাদরে (অনুবাদ / Translation) সুচনা হয।
|
Notary Public Dhaka |
Translation, notary, language, Dhaka অনুবাদ, নোটারী, ইতালিয়ান ভাষার অনুবাদ, চায়না ভাষার অনুবাদ, জাপানী ভাষা, কোরিয়ান ভাষা, জার্মান ভাষা, স্পেনীশ ভাষা, থাই ভাষা, বার্মিজ ভাষা এবং মালায় ভাষার অনুবাদ ও নোটারী।
0 মন্তব্যসমূহ