বাংলা ভাষা এবং অনুব ও নোটারী ঢাকা Translation and notary dhaka

Bangle to English Translation in Dhaka


প্রায় 5 হাজার বছর আগে ইউরোপের মধ্যভাগ থেকে দক্ষিণ পূর্বাংশের ভূভাগ পর্যন্ত একটি মানবগোষ্ঠি বসবাস করত। একই মানবগোষ্ঠী হওয়ায় তারা এই ভাষায় মনের ভাব প্রকাশ করত। এই ভাষাটি ইন্দো-ইুরোপীয় মূল ভাষা হিসেবে চিহ্নিত। ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায় মনে করেন, খ্রিষ্টপূর্ব 3500 অব্দে এই ভাষার মানুষ কথা বলত।এই ভাষাটি  পূর্ব ইউরোপ এবং মধ্য এশিয়ার পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত বিশাল ভূখন্ডের কোন একটি স্থানে ছিল- এটি সর্বজনসঈকৃত। 

বঙ্গানুবাদ / বাংলা ভাষার অনুবাদ


এরপর সময়ের পক্রিমায় মানবজাতি বংশবিস্তারের মাধ্যমে পৃথিবীর নানান অংশে ছড়িয়ে পড়ে। যে েমানবগোষ্ঠী ভারতবর্ষে এসে বসতি স্থাপন করে, তারা আর্য নামে পরিচিতি লাভ করে। আর্য জাতি যে ভাষায় কথা বলত সে ভাষার নাম আর্য ভাষা। 

ঢাকা অনুবাদ ও নোটারী পাবলিক


ধারণা করা হয়, আনুমানিক 1200 খ্রিষ্টপূর্বাব্দে ভারতীয় আর্যভাষার জন্ম। ভারতয়ি আর্যভাষার তিনটি স্তর।যথা 1. পাশ্চাত্য বা ইরানের শাখা 2. মধ্যবর্তী বা দারদিক শাখা ও 3. প্রাচীন ভারতীয় আর্য শাখা। প্রাচীন ভারতীয় আর্য স্তরে প্রচলিত ছিল বৈদিক ও সংস্কৃত ভাষা।

অনুবাদ নোটারী


বিভিন্ন কারণে প্রাচীন ভারতীয় আর্য ভাষা পরিবর্তন হয়ে মধ্য ভারতীয় আর্য ভাষায় রূপ লাভ করে। মধ্যভারতীয় আর্য ভাষায় প্রচলিত ছিল প্রাকৃত অপভ্রংশ মধ্য ভারতীয় আর্য ভাষা প্রথমে পালী এবং পরে প্রাকৃত ভাষায় রূপান্তরিত হয় অবশ্যই অঞ্চলভেদে প্রাকৃত ভাষা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে এরমধ্যে একটি উল্লেখযোগ্য প্রাকৃত মাগধী প্রাকৃতের গৌড়ীয় প্রাকৃত খ্রিস্টীয় সপ্তম শতকে এই গৌড়ীয় প্রাকৃত গৌড়ীয় অপভ্রংশের মাধ্যমে বাংলা ভাষা বাংলা ভাষার জন্ম হয়।

আরবি ভাষার অনুবাদ ও নোটারী


চায়না ভাষার অনুবাদ নোটারী, জাপানী ভাষার অনুবাদ নোটারী, কোরিয়ান ভাষার অনুবাদ নোটারী, ইতালিয়ান ভাষার অনুবাদ, স্পেনীশ ভাষা, জার্মান ভাষা, পর্তুগীজ ভাষা, রাশিয়ান ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা, থাই ভাষা, বার্মিজ ভাষা, মালায় ভাষা, ইন্দোনেশিয়ান ভাষা এবং বাংলা ভাষার অনুবাদ ও নোটারী।

Chinese language translation, Japanese language translation, Korean language translation, Notary, Italian language, Spanish language, Germany language, Portuguese language translation and notary public, Russian language, English language, Arabic language, Thai language, Burmese language, Malay language, Indonesian language translation and notary public in Dhaka.